About Rupali eBank

Frequently Asked Questions (FAQ)
Questions |
Answers |
||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১) "Rupali eBank" কি? |
"Rupali eBank" রূপালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং এপ্লিকেশন যার মাধ্যমে রূপালী ব্যাংকের গ্রাহকগণ তাদের ব্যাংক একাঊন্ট অ্যাড করে আর্থিক লেনদেন করতে পারবেন। |
||||||||||||||||
২) Rupali eBank ব্যবহার এর সুবিধাসমূহ কি কি? |
Rupali eBank অ্যাপ্লিকেশনের অনেক ব্যবহার রয়েছে, যেমন মোবাইল রিচার্জ, ফান্ড ট্রান্সফার (রূপালী ব্যাংক থেকে রূপালী ব্যাংক instant এবং রূপালী ব্যাংক থেকে অন্য ব্যাংক EFT এর মাধ্যমে), ইউটিলিটি বিল পরিশোধ, Sohoz এর মাধ্যমে বাস টিকেট ক্রয়, একাউন্ট ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট ইত্যাদি। |
||||||||||||||||
৩) কিভাবে Rupali eBank অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করবেন? |
আপনি অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য গুগল প্লে স্টোর এ Rupali eBank নামে অনুসন্ধান করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন। |
||||||||||||||||
৪) Rupali eBank অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য অ্যান্ড্রয়েড সংস্করণ কত? |
Rupali eBank ব্যবহার করার জন্য ন্যূনতম প্রয়োজনীয়তা হলঃ Android-এর জন্য ভার্সন 7 বা তার বেশি। |
||||||||||||||||
৫) Rupali eBank অ্যাপ্লিকেশন কি iOS সংস্করণ ব্যবহার কারা যাবে? |
না। তবে শীঘ্রই অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাবে। |
||||||||||||||||
৬) Rupali eBank রেজিস্ট্রেশন করতে কি কি প্রয়োজন হবে? |
Rupali eBank এ রেজিস্ট্রেশন করার জন্য নিম্ন বিষয়গুলি প্রয়োজন: |
||||||||||||||||
৭) Rupali eBank এ রেজিস্ট্রেশন কিভাবে করবেন? |
আপনার Rupali eBank এ রেজিস্ট্রেশন করতে অনুগ্রহ করে বর্ণিত ধাপগুলি অনুসরণ করুন: |
||||||||||||||||
৮) Rupali eBank এ রেজিস্ট্রেশন সম্পন্ন করলেই কি লেনদেন করা যাবে? |
না, রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে ইমেইল ভেরিফিকেশন ও প্রোফাইল আপডেট সম্পন্ন করার পর একাউন্ট অ্যাড করার মাধ্যমে লেনদেন করা যাবে। |
||||||||||||||||
৯) ইমেইল ভেরিফিকেশন কিভাবে করব? |
আপনার রেজিস্ট্রেশন করার সময় প্রদত্ত ইমেইলে একটি এ্যাকটিভেশন লিংক প্ররণ করা হয়েছে, যেটিতে ক্লিক করলে আপনার একাউন্টটি এক্টিভ হবে। |
||||||||||||||||
১০) প্রোফাইল আপডেট কিভাবে করব? |
লগইন করার পর মেইন স্ক্রিন এর উপরের ডান দিকের থ্রি ডট এ ক্লিক করলে, ইউজার প্রোফাইলটি প্রদর্শিত হবে। এখান থেকে NID Update মেনুতে ক্লিক করে NID এর দুই পশের ছবি তুলে "Update KYC" তে ক্লিক করে “Confirm” বাটনে ক্লিক করলে NID Update সফল ভাবে সম্পূর্ণ হবে। |
||||||||||||||||
১১) Rupali eBank এ কিভাবে একাঊন্ট Add করবো? |
• ধাপ-১: Rupali eBank অ্যাপ্লিকেশনে লগ ইন করুন। |
||||||||||||||||
১২) Rupali eBank এ কিভাবে একাঊন্ট Delete করবো? |
• ধাপ-১: Rupali eBank অ্যাপ্লিকেশনে লগ ইন করুন। |
||||||||||||||||
১৩) Rupali eBank এ্যাপ এ কিভাবে Rupali Bank এর Benificiary Add করবো? |
• ধাপ-১: Rupali eBank অ্যাপ্লিকেশনে লগ ইন করুন। |
||||||||||||||||
১৪) Rupali eBank এ্যাপ এ কিভাবে Other Bank এর Benificiary Add করবো? |
• ধাপ-১: Rupali eBank অ্যাপ্লিকেশনে লগ ইন করুন। |
||||||||||||||||
১৫) Rupali eBank ব্যবহার করে কিভাবে Balance Check করবো? |
• ধাপ-১: Rupali eBank অ্যাপ্লিকেশনে লগ ইন করুন। |
||||||||||||||||
১৬) Rupali eBank ব্যবহার করে কিভাবে Mobile Recharge করবো? |
• ধাপ-১: Rupali eBank অ্যাপ্লিকেশনে লগ ইন করুন। |
||||||||||||||||
১৭) কিভাবে Rupali eBank এর এক একাউন্ট থেকে অন্য একাউন্টে Fund Transfer করবো? |
যেকোনো একাউন্টে ফান্ড ট্রান্সফার করার জন্য অনুগ্রহ করে নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুন: |
||||||||||||||||
১৮) কিভাবে Rupali eBank এর এক একাউন্ট থেকে অন্য ব্যাংকের একাউন্টে Fund Transfet করবো? |
অন্য ব্যাংকের একাউন্টে ফান্ড ট্রান্সফার করার জন্য অনুগ্রহ করে নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুন: |
||||||||||||||||
১৯) কিভাবে Rupali eBank এর মাধ্যমে Utility Bill প্রদান করবো? (BREB Prepaid /BPDB Prepaid) |
• ধাপ-১: Rupali eBank অ্যাপ্লিকেশনে লগ ইন করুন। |
||||||||||||||||
২০) কিভাবে Rupali eBank এর মাধ্যমে Ticket Purchase করবো? |
• ধাপ-১: Rupali eBank অ্যাপ্লিকেশনে লগ ইন করুন। |
||||||||||||||||
২১) কিভাবে Rupali eBank পিন রিসেট করবেন? |
আপনি নীচের পদক্ষেপগুলি অনুসরণ করে আপনার পিন পুনরায় সেট করতে পারেন: |
||||||||||||||||
২২) পিন কোড পলিসি কি? |
পিন সেটআপের জন্য নির্দেশিকা: |
||||||||||||||||
২৩) আমি কি Rupali eBank ব্যবহার করে 24/7 লেনদেন করতে পারি? |
হ্যাঁ, আপনি 24/7, 365 দিন লেনদেন করতে পারেন। তবে সিস্টেম মেনটেইনেন্স এ থাকা কালীন সময়ে লেনদেন সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে। |
||||||||||||||||
২৪) আমি পিন ভুলে গেলে কিভাবে পুনরুদ্ধার করব? |
আপনি নীচের পদক্ষেপগুলি অনুসরণ করে একটি নতুন পিন তৈরি করতে পারেনঃ |
||||||||||||||||
২৫) আমি একাধিকবার ভুল পিন লিখলে কী হবে? |
আপনি যদি পরপর ৩ বার ভুল পিন দেন, তাহলে আপনার Rupali eBank অ্যাকাউন্টের পিন সাময়িকভাবে ব্লক করা হবে। ব্লক খুলতে দয়াকারে Hotline: 16495 & 096140-16495 কল করুন । যাইহোক, যদি আপনি সম্পূর্ণরূপে আপনার PIN ভুলে যান, তাহলে আপনাকে PIN রিসেটের নির্দেশাবলী অনুসরণ করতে হবে। |
||||||||||||||||
২৬) আমার Rupali eBank অ্যাকাউন্ট হ্যাক হলে বা আমার ফোন হারিয়ে গেলে কী হবে? |
আমাদের Hotline এ কল করুন 16495 & 096140-16495 অথবা support.dfs@rupalibank.org-এ অবিলম্বে আমাদের ইমেল করুন। |
||||||||||||||||
২৭) আমি যদি অন্য ডিভাইস থেকে Rupali eBank অ্যাপ্লিকেশনে লগ ইন করি তাহলে কি হবে? |
আপনার মেইলে ডিভাইস এ্যাকটিভেশন লিংক যাবে যেটি ক্লিক করলে আপনার নতুন ডিভাইস থেকে Rupali eBank অ্যাপ্লিকেশনে লগ ইন করতে পারবেন। উল্লেখ্য একই সময়ে একটি ডিভাইস এ্যাকটিভ থাকবে। |
||||||||||||||||
২৮) যদি আমার প্রোফাইলে NID ভুল হয়, আমি কিভাবে আমার তথ্য আপডেট করব? |
আপনি একাউন্ট অ্যাড করার পূর্ব পযন্ত প্রোফাইল থেকে NID আপডেট করতে পারবেন। |
||||||||||||||||
২৯) Rupali eBank অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমি কী এটিএম থেকে টাকা তুলতে পারি? |
না। বতর্মানে এটিএম থেকে টাকা তোলার সুযোগ নেই। |
||||||||||||||||
৩০) Rupali eBank থেকে Fund Transfer এর জন্য কি কোন চার্জ আছে? |
না। Fund Transfer এর জন্য চার্জ নেই। |
||||||||||||||||
৩১) Transaction Limit কত? |
প্রতিটি লেনদেনের একটি লিমিট আছে। আপনার লিমিট চেক করতে:
|
||||||||||||||||
৩২) Rupali eBank এ সঠিক ভাবে একাউন্ট দিয়ে ও একাউন্ট অ্যাড করতে পারছিনা, কি করবো? |
অনুগ্রহ করে যে শাখায় এ্যাকাউন্ট খুলেছেন ঐ শাখায় যোগাযোগ করুন। |
||||||||||||||||
৩৩) Rupali eBank এ লগইন করার পর কত সময় পর অটোমেটিক লগঅফ হবে? |
Rupali eBank এ লগইন করার পর ৫মিনিট পর অটোমেটিক লগঅফ হবে। |
||||||||||||||||
৩৪) মোবইলে ওটিপি অন্য নাম্বারে যাচ্ছে কিভাবে পরিবর্তন করবো? |
অনুগ্রহ করে যে শাখায় এ্যাকাউন্ট খুলেছেন ঐ শাখায় যোগাযোগ করুন। |
||||||||||||||||
৩৫) Rupali eBank এর মাধ্যমে কি বিকাশ বা নগদ বা রকেটে টাকা পাঠাতে পারবো? |
আপাতত সম্ভব হচ্ছে না, তবে শীঘ্রই চালু করা হবে। |
||||||||||||||||
৩৬) Rupali eBank এর দিয়ে RTGS এবং NPSP এর মাধ্যমে কি অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারবো? |
আপাতত সম্ভব হচ্ছে না, তবে শীঘ্রই চালু করা হবে। |
||||||||||||||||
৩৭) কিভাবে Rupali eBank সহায়তার জন্য যোগাযোগ করবেন? |
আপনি কল করে বা আমাদের একটি ইমেল পাঠিয়ে কাস্টমার কেয়ার প্রতিনিধিগনের সাথে যোগাযোগ করতে পারেন: কাস্টোমার কেয়ার Hotline: 16495 আথবা 096140-16495, ইমেল:support.dfs@rupalibank.org |