উত্তরঃ আমানত হিসাব খোলার জন্য গ্রাহকের নিজস্ব ছবি ০২ (দুই) কপি এবং নমিনির ছবি ০১ (এক) কপি (রঙিন এবং পাসপোর্ট আকারের) হিসাব খোলার আবেদন ফরমের সাথে জমা দিতে হবে। গ্রাহক এবং নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রদান বাধ্যতামূলক, তবে জাতীয় পরিচয়পত্র না থাকলে পাসপোর্ট, জন্মনিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স অথবা সরকার কর্তৃক ইস্যুকৃত কোন ফটো আইডি প্রদান করতে হবে।
উত্তরঃ রূপালী ব্যাংক পিএলসি. সকল ধরণের আমানাত স্কিম বিভিন্ন মেয়াদে ও আকর্ষণীয় সুদের হারে গ্রাহকদের প্রস্তাব করে থাকে। আমাদের রয়েছে এককালীন আমানত (স্থায়ী), মাসিক কিস্তিভিত্তিক (ডিপিএস), মাসিক ও ত্রৈমাসিক ভিত্তিতে আয় করার জন্য বিভিন্ন ধরণের স্কিম। এ বিষয়ে বিস্তারিত জানতে রূপালী ব্যাংকের ওয়েবসাইটে “Product” ট্যাবে ক্লিক করুন।
উত্তরঃ রূপালী ব্যাংকের সকল আমানত স্কিম ফ্রি। কোন আমানত স্কিম এ ব্যাংক কর্তৃক কোন চার্জ কাটা হয় না।
উত্তরঃ নমিনি ছাড়া কোন প্রকার আমানত হিসাব খোলা সম্ভব নয়।
উত্তরঃ যেকোন আমানত হিসাব খোলার সময় নমিনি নির্ধারণের ক্ষেত্রে একাধিক ব্যক্তি নির্বাচন করা যাবে। এক্ষেত্রে, প্রতিজন নমিনির প্রাপ্য অংশ, হিসাব খোলার আবেদন ফরমে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। (যেমন- নমিনি ১। ৭০% ও নমিনি ২। ৩০%)
উত্তরঃ রূপালী ব্যাংকের নির্দিষ্ট আমানত স্কিম এর বিপরীতে ঋণ নেয়ার সুযোগ রয়েছে। স্কিম ভেদে মোট আমানতের ৮০%-৯০% পর্যন্ত ঋণ প্রদান করা হয়ে থাকে।
উত্তরঃ গ্রাহকদের চাহিদা এবং বাজারদর বিবেচনা করে বিভিন্ন সময়ে আমানত স্কিমের সুদের হার সমন্বয় করা হয় এবং নতুন আমানত স্কিম প্রবর্তন করা হয়। তবে, গ্রাহকের হিসাব খোলার সময় সুদের হার মেয়াদপূর্তি পর্যন্ত বহাল থাকে।