Important Links
Application Form
সরকারি কর্মচারীদের জন্য গৃহ নির্মাণ/ফ্ল্যাট ঋণের অনলাইনে আবেদন
কারা আবেদন করতে পারবেন |
|
১) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আওতাধীন মন্ত্রণালয়/ বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তর/কার্যালয়সমূহে শুধুমাত্র স্থায়ী পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত(বেসামরিক/সামরিক) কর্মকর্তা/কর্মচারী। | |
২) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত সদস্যগণ সরকারি কর্মচারী হিসাবে গণ্য হবেন এবং এই নীতিমালার আওতাভুক্ত হবেন। | |
৩) ঋণ প্রাপ্তির সর্বোচ্চ বয়সসীমা ৫৮ বছর। | |
8) আবেদনকারীর মাসিক বেতন-ভাতা Online/EFT পদ্ধতির আওতায় আসতে হবে। |
কারা আবেদন করতে পারবেন না |
|
১) রাষ্ট্রায়ত্ত্ব ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানীতে নিযুক্ত কর্মচারীগণ এই ঋণ সুবিধার আওতাভুক্ত হবেন না। | |
২) চুক্তিভিত্তিক, খন্ডকালীন ও অস্থায়ীভিত্তিতে নিযুক্ত কোন কর্মচারী এই ঋণ পাওয়ার যোগ্য হবেন না। | |
৩) কোন সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা রজু এবং দুর্নীতি মামলার ক্ষেত্রে চার্জশিট দাখিল হলে মামলার চূড়ান্ত নিস্পত্তি না হওয়া পর্যন্ত এ নীতিমালার আওতায় ঋন গ্রহণের জন্য বিবেচনা হবেন না। |
আবেদনকারীর জন্য দিক নির্দেশনা |
|
১) আবেদনকারীকে রূপালী ব্যাংক লিমিটেড এর ওয়েব সাইটে গিয়ে প্রাথমিকভাবে ট্র্যাকিং নম্বর সংগ্রহ করার জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। | |
২) অনলাইন আবেদন ফরম পূরণ করলে তাকে একটি অটো জেনারেটেড ট্র্যাকিং নম্বর প্রদান করা হবে যা ডাউনলোড করে প্রিন্টআউট বের করতে হবে। | |
৩) অতঃপর আবেদনকারীকে রূপালী ব্যাংকের ওয়েব পেইজ থেকে মূল আবেদন ফরম, ঋণের প্রাপ্যতা সংক্রান্ত প্রত্যয়ন, বেতন-ভাতা EFT এর মাধ্যমে প্রেরণ সংক্রান্ত প্রত্যয়ন ও চেকলিস্ট সংগ্রহ করতে হবে। | |
৪) পরিশেষে প্রাথমিক আবেদনপত্র (ট্র্যাকিং নম্বরসহ), মূল আবেদন পত্র(যথাযথ পূরণকৃত), সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে ঋণের প্রাপ্যতা সংক্রান্ত প্রত্যয়ন, বেতন-ভাতা EFT এর মাধ্যমে প্রেরণ সংক্রান্ত প্রত্যয়ন এবং চেকলিস্টে উল্লেখিত প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ আবেদনকারী যে শাখা বরাবর অনলাইনে আবেদন করেছেন সে শাখায় দাখিল করবেন। | |
৫) সরকারী কর্মচারীদের জন্য বাড়ী নির্মাণ/ফ্লাট ঋণের সাথে সংশ্লিষ্ট যে কোন বিষয়ে হেল্পডেস্ক কর্মকর্তাদের সাথে প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে। হেল্পডেস্ক কর্মকর্তাদের নাম, পদবী ও ফোন নম্বরসমূহ রূপালী ব্যাংকের ওয়েবসাইটে দেয়া আছে। | |
৬) ঋণের আবেদন প্রক্রিয়াকরণের জন্য রুপালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় আপনার ব্যাংক হিসাবটি খুলুন। |
গৃহ নির্মাণ/ফ্ল্যাট ঋণের আবেদন করার জন্য নিচের 'অনলাইন আবেদন ফরম' বাটনে ক্লিক করুন।